মন থেকে মুছে ফেল
রাগ-অভিমান;
মিলেমিশে দেশটারে
করো বিনির্মাণ।

লাগাতার দেখায় ডর
চালাবে হামলা!
ওরা ভাবে আমাদের
অমূল কামলা!

দেশপ্রেম কারে বলে
শিখেছি সবাই-
দেখিয়েছি ইতোপূর্বে
ভয় পাই নাই!

আর নয় সময় ক্ষয়!
ধরো কষে হাল-
মৃত্যুকে পাই না ভয়
নইতো মাকাল!

ঈমান যাদের অটল
তারা নয় চোর!
প্রমাণ করে দেখালে
পাব নব ভোর।