ক্ষিপ্র আকাশে ওই প্রলয়ের মহা উল্লাস!
মর্ত্যের জনপদে নিস্তেজ ছাড়ে দীর্ঘশ্বাস!
যেখানে, শক্তিলিপ্সু করে বিরাগের চাষ!
হয় তো অত্র প্রণীত হবে, বুনো ইতিহাস!
হকের প্রতি নেই সন্ত্রাসীর নগণ্য বিশ্বাস!
চায় সুখের নিশ্চয়তা! বিলাসের আশ্বাস!
রাখঢাক না করে চালায় দখলের প্রয়াস!
যদিও, অনন্ত নয় কারো নিঃশ্বাস প্রশ্বাস।
তবে উৎপীড়িত বেশিদিন রবে না উদাস,
সত্য-মিথ্যা একদিন শেষে হবেই প্রকাশ;
সেদিন উঠবে জেগে, পদদলিত দুর্বাঘাস,
সমস্বরে করবে ফাঁস, আপনার অভিলাষ,
এক হয়ে রুখবে-হারবে শয়তানের দাস।
মেঘমুক্ত হ'বে সেদিন, রোদেলা আকাশ।