আমরা এখন কই আছি!
ঘুরছে কেন এতো মাছি!
শুনছি ওরে নিলাম হবে
রসের হাঁড়ি কারা পাবে?
হচ্ছে আলাপ নিত্যদিন
নাচছে কারা তাধিনধিন
বাড়ছে কেন এতো ঋণ
কাঁদছে দূরে ফিলিস্তিন!
রক্ত দিয়ে, পেলাম কি?
ঋণের টাকায় খাচ্ছি ঘি!
থামছেনা তো রক্তপাত
করছে কারা বাজিমাত?
আসবে কি সুখের দিন!
আশা তবু জ্বলছে ক্ষীণ,
হৃদ গভীরে বইছে ঝড়!
কেউ কিন্তু নয় রে পর।