প্রবৃত্তির স্বাধীনতা প্রত্যেকটি মানুষেরই জন্মগত অধিকার।
কিন্তু, অধিকারহারা অসহায়গণ! করে যখন আর্তচিৎকার!
বেদনাও থমকে দাঁড়ায় বিস্ময়ের বালুচরে করে হাহাকার!
তবু, আশাবাদী ভাবনার মাঝে লুকিয়ে থাকে মুক্তি সবার।
যারা আর্তজনের স্বত্ব ছিনিয়ে নিয়ে করে অবজ্ঞা-উপেক্ষা!
ওরাই সমাজ-সংসারের প্রতিপক্ষ! পায়নি ন্যায়ের শিক্ষা;
মানুষের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করে অন্যদের দেয় দীক্ষা!
তবে একদিন তাদেরও বৃথা যেতে পারে মুক্তির প্রতীক্ষা!
মুখোশ পড়ে! আর্তের আশা নিয়ে যারা, ছিনিমিনি খেলে-
তারাও অন্যের মত সেবার দিব্য দিয়ে মুক্তির কথা বলে!
সময় বুঝে বর্বরের মত স্বার্থ হাসিল করে নানা কৌশলে!
এরা নাকি সমাজের মাথা! মানবতা খুন করে ছলে বলে!
তবে সেদিন বেশি দূরে নয়, যখন থাকবে না কেউ দলে;
অপরাধীর মত পড়তে হবে তিরস্কারের জ্বালা নিজ গলে!