বিশ্বরাজনীতি যেদিন ইবাদতে রূপান্তরিত হবে,
শুধুমাত্র সেইদিন শান্তির প্লাবনে জমিন হাসবে;
মনে হয়, কাঙ্খণীয় দিনটি-আর বেশি দূরে নয়,
তবে তার পূর্বে হবে রক্তবন্যা! তৃতীয় বিশ্বযুদ্ধ!
কারণ, বিশ্বে-এখন রাজনীতিবিদ জন্ম নেয় না!
উৎপাদন হয়, মাফিয়া-ঘাতক আর দুর্নীতিবাজ!
ডিপ্লোমেটিক-আচরণের নামে চলে, মিথ্যাচার!
বেপরোয়া ষড়যন্ত্র! হিংস্রতা-আর দুর্নীতির চাষ!
জীবনের সিলেবাসে নেই আর মানবিক ভাবনা-
দানশীলতা, উদারতা কিংবা সহিষ্ণুতার চেতনা।
সুদ-ঘুষ ব্যাভিচারে সয়লাব হয়ে গেছে দুনিয়া!
সে কারণে, স্রষ্টার মাঝে হচ্ছে ক্রোধের সঞ্চার!
অপেক্ষা করছে মানুষ-এক ভয়ানক পরিণতির!
এখন আর ছাড় দিবেন না বুঝি, আল-কাহহার।
আল-কাহহার > মহাপ্রতাপশালী, দমনকারী
قُلِ ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ وَهُوَ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّٰرُ١٦﴾ [الرعد: ١٦]﴿
“বলুন, ‘আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি এক, একচ্ছত্র ক্ষমতাধর’। [সূরা আর-রাদ, আয়াত” ১৬]