ভাষণ-শোষণ রুগ্ন দর্শন
ছল চাতুরীর খেলা!
জন সেবার করো শপথ
শেষ হবেরে জ্বালা।
সংস্কারের সান্ত্বনা দিয়ে
করো না দলবাজি!
ইনসাফ যদি দেখি ভাই
তবেই তুমি কাজী।
সুস্থ-একটা সমাজ চাই-
চাই না কিছু আর,
অবিচার করো না আর
খুলুক সুখের দ্বার।
নির্বিচারে খুন-খারাবী!
করতে হবে ত্যাগ,
ঈর্ষা-দ্বেষ ছেড়ে দিয়ে
ছাড় কড়ির ব্যাগ।
মাদকপণ্য বেচে যারা
করে চান্দাবাজি!
দখলে নিক রাজনীতি
মানুষ কি রাজি?
সুবিচার, করতে গিয়ে
হয় যদি, জুলুম!
দখল করবে রাজপথ
প্রস্তুত! মজলুম!
স্বপ্ন! দেখছে জনগণ!
করো না নিরাশ,
তখন থেকে শুরু হবে
সুখ-সন্ধির চাষ।