বিজ্ঞানের বিজ্ঞগণ যখন মেনে নেয় কোরআন সত্য
তখন পিশাচের চর করে আল্লাহ্’র বিরুদ্ধে বিদ্রোহ!
বিজ্ঞান বলছে আজ পশ্চিমে সূর্য-উঠতে নেই বিলম্ব
পবিত্র কুরআনে-আল্লাহ্ বলেছেন, কিয়ামতের পূর্বে
পশ্চিমে উঠবেই সূর্য! তখন আর হবে না মাফ দণ্ড!

মুমিন নয়-ইসলামে ভয় পায় জালিম আর শয়তান!
তাই, বিশ্বের মসনদগুলো হয়েছে জল্লাদের দরবার!
বিচিত্র তন্ত্রের মুখোশ পড়ে ঘুরায় শাণিত-তলোয়ার!
মানুষের মাঝে ভ্রান্তি ছড়ায়, দখলে রাখতে ময়দান।
পথভ্রষ্ট পেরেশান! তখনই দাবী করে-তারা বলবান!

শেষনবী আজীবন করেছেন জমিনে ইসলামী বিপ্লব!
সত্য-মিথ্যার মিশ্রের লোভী-প্রস্তাব করে প্রত্যাখ্যান;
অনুসরণ করেছেন শুধু সে আদেশ-যা করেছেন রব।
কারণ তিনি জানতেন, সবকিছুই বিশ্বস্রষ্টার নখদর্পন,
তাঁর শক্তির, নয় কেউ সমকক্ষ! তিনিই জানেন সব।
  
অথচ মুসলিম! এখন ব্যালট পেপারে খুঁজি ইসলাম!
ভোটের বাজারে, বেচাকেনা হয়ে যাই হর হামেশাই!
তবে কি আমরা, নবীজী’র চেয়ে ঢের বেশি বুঝলাম!
তাঁরই দেখানো পথে না চলে তাই ঈমান খোয়ালাম।
নানা-অজুহাতে তাই ভণ্ডের ক্রীড়নকই হয়ে রইলাম।