(১)
কালা যদি লাল হয়ে যায়,
বিরাট একটা ফাল দেয়!
সুযোগ ফের ফিরে এলে-
পুনরায় দৈত্য হয়ে যায়!
(২)
ঘোড়া ডিঙ্গিয়ে! ঘাস খেতে গিয়ে
কোমর ভেঙ্গেছে গাধা!
কবিরাজ তারে ঔষধ-পথ্য দিয়ে
করবেই আবারো সিধা!
(৩)
পীড়কের সাথে আর্ত লড়িয়া
দেখাইলো বাহাদুরী!
এখন কোন লাভ হবে নারে
দিয়ে ঢের সুড়সুড়ি।
(৪)
হারিয়ে ফেলেছো নাকের নোলক
কেঁদে নেই কোন লাভ,
সুদিন আবারো আসে যদি ফিরে
তখন দেখিও খোয়াব।