আলোকিত বংশধারা যদি রেখে যেতে ব্যর্থ হই!
স্বাধীনতার কর্তৃত্ব বুঝে কারা তারে করবে রক্ষা!
কেই বা রক্ষা করবে, রক্ত দিয়ে কেনা মানচিত্র!
আমরা কার কাছে জানতে চাইবো সঠিক কারা!
তোমরা ছলনার আশ্রয় নিয়ে করেছো প্রতারণা!
পরবর্তী প্রজন্ম দিবে তবে আমৃত্যু-অভিশম্পাত!
কারণ ওরা জেনেছে, "বাংলাদেশ” রক্তে লিখা।
ছলনার মাধ্যমে এই সত্য মুছে ফেলা যাবে না।
কার কাছে জানবে ওরা দেশপ্রেমের কি প্রসাদ;
কেমন করে দিতে হয় তারে, প্রেম-ভালোবাসা,
কি করে বুঝবে ওরা, দেশের অসম্মানের ব্যথা!
কারাইবা শিখাবে ওদের দেশকে ভালোবাসতে,
কার কাছে চাইবে, দেশপ্রেমের সংজ্ঞা শিখতে!
এখনই ভাবতে হবে, সবাই ভুল করছি না তো!