লোভ আর মোহ! মানুষরে দাম্ভিক করে!
কলুষিত করে হৃদয়ের মাধুর্য-নমনীয়তা!
অলীক স্বপ্নে বিভোর থেকে চায় অমরত্ব!
মিটে না রে মনের ক্ষুধা খেয়েও অনর্গল!
আরো চাই তার-আরো বেশি অনন্তকাল!
মিটে না খায়েশ-বাড়ে নিত্য-নতুন জ্বালা
অফুরন্ত পেয়েও মনে হয়, কি যেন নেই!
হয় তো মিটবে অভাব, আরো যদি পাই!
ত্যাগের মানসিকতা বাড়ায় মনের দীপ্তি;
হৃদয় মাঝে জ্বালায় শুদ্ধ-আলোর বাতি।
খুঁজে পায় মানুষ জমিনে সত্যের সন্ধান,
গড়ে তুলে স্রষ্টার সাথে, মিত্রতার বন্ধন।
মুক্তির সান্ত্বনা নিয়ে যায় অনন্তের পথে,
যেখানে প্রাপ্তির উৎসব, করে উদযাপন।