আমি নই অবতার! নই স্রষ্টার সন্তান;
করি সত্য চাষ-মহানের অনুগত দাস,
যে কোন দিন মরে হ‘বো নিথর লাশ!
হবো না পাপীর দোসর! মানি হাশর।
ঘৃণা করি! জমিনের মাদকের আসর;
করি সততা আর মুক্তির নিত্য সন্ধান,
নই-অবিনশ্বর! ভূমিতে আছে বাসর।
নিত্যদিন বেড়ে চলছে বেশুমার ঋণ!
তাই মুক্তির প্রত্যাশা বড় বেশি ক্ষীণ!
তবুও চেষ্টা করি! যেন না হই বেদ্বীন;
বাঁচতে চাই মহানের বিধানের অধীন,
তাইতো চাইনা হতে শতভাগ স্বাধীন।
আর তেমন স্বাধীনতাও চাই না আমি
যাতে বাড়তে পারে-আত্মশ্লাঘা-অহং!