কখনও কেউ কেউ, স্বার্থোদ্ধারে ভীতি ছড়ায়!
যেন ভয়ে সাধারণ! নিজের ঘরে বন্দী থাকে!
কিন্তু সংক্রামক ব্যাধি যদি সমাজে হানা দেয়-
কেমন করে তোমরা তাকে থামাবে চিরতরে?
ঢের খবরই তো ইথারে উড়ে বেড়ায় নির্ভয়ে!
এমনই সময় আজ-যখন প্রচারকই অপরাধী!
ক্ষমতার দাপটে মনে হয় কতকিছু করা যায়,
কিন্তু, ক্ষয়রোগ ভেতরে ঢুকলে হবে পরাজয়!
হায়! আমরা মোটেই জানি না কাল কি হবে!
তবু, বাজি ধরে নিজের বাহাদুরি প্রচার করি!
ভে্বেই বসি-আমিই শ্রেষ্ঠ-বাদবাকি সব অজ্ঞ
তাইতো চালিয়ে যাই স্বপ্ন রূপায়নে মহাযজ্ঞ!
ভাবি না, কেউ একজন আছেন মাথার উপর-
যিনি মুহূর্তে করতে পারেন, সবকিছু লণ্ডভণ্ড।