হে মহান আল্লাহ্!
তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই-
আমার হৃদয়-আজ ব্যথিত এতটাই!
উত্তর না পেলে কষ্টটা শুধু বাড়বেই!
কি ভাবে ডাকলে তুমি শুনতে পাবে-
কিভাবে তুমি সাড়া দিবে জানা নাই।

গোলক আজ বারুদের কাছে জিম্মি!
ভীত-আবাস-নিরাপদ নয় জন্মভূমি!
কেউ জালিম হয়ে করছে অত্যাচার!
কেউ প্রতিবাদ করে পায়না সুবিচার!
তবে কি উপদ্রুত পাবেনা প্রতিকার?

সভ্যতার নামে চলে অরণ্যের শাসন!
চাকচিক্যের আড়ালে, দুর্বৃত্তের ত্রসন!
ভারসাম্য প্রতিষ্ঠায়-আছে জাতিসঙ্ঘ!
তারপরও কারো মাঝে বাড়ে আতঙ্ক!
দুঃশাসন ঢাকতে দেয়, বিচিত্র ভাষণ!

দুর্বৃত্তায়নের মহড়া চলে-বাড়ে সঙ্কট!
ওদের চক্রান্তে সিদ্ধান্ত-আসে উদ্ভট!
নারী-শিশুদের লাশ ছিন্ন হয় দৈনিক!
মাদ্রাসা-বৈদ্যশালা চূর্ণ করে সৈনিক!
মসজিদ বিনাশ করে, ঘটায় ভজকট!

তবু তুমি মৌনী হয়ে থাকো অবিচল!
আগুনের শিখায় তুমি ঢালো না জল!
তারপরও ধৈর্য সহকারে কাটাও পল!
আর কত পরীক্ষা নিয়ে, কাটাবে ক্ষণ
আর কত হত্যাযজ্ঞে হবে সীমালঙ্ঘন?