দুষ্টগ্রহের বঞ্চনা-লাঞ্ছনা-অবজ্ঞা-অবহেলায়
সৃষ্ট কষ্ট, কখন যে গ্রসন করেছে-অভিলাষ!
আমি ভুলে গেছি দিন-তারিখ সহ ইতিহাস!
তখন থেকে, বুকের মাঝে যন্ত্রণা পুষে পুষে
নিঃস্ব হয়েছি, তবুও হারাইনি স্রষ্টায় বিশ্বাস।
পুড়ে পুড়ে ভস্ম হয়েছে-অভীষ্ট ইচ্ছার খনি!
এখন আমি, জড় পদার্থের মতই নির্বিকার!
কোলাহলের মাঝে মনে হয়, বিক্ষত লস্কর!
তবু অন্বেষণ করি! একটুখানি মুক্তির স্বাদ!
অশান্ত হৃদয়ে নেই প্রশান্তি-আছে ফরিয়াদ!
মৌন কান্নায় হয় না কখনো অশ্রু দৃশ্যমান!
তিরস্কার করো যতক্ষণ পারো, অনুতপ্ত নই;
আমার দুনিয়া জুড়ে তবুও আমি ঐশ্বর্যবান!
যেখানে আছে নীরব প্রাপ্তি! ঈষৎ অভিমান!