পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে!
ক্রমেই বিস্তৃত হবে যা বিশ্বের দেশে দেশে!
কি ভাবছো জনগণ? শিল-পাটার ঘষাঘষিতে
কি হবে তোমাদের হাল? দাঁড়াও আসছে শাল!
সভ্যতার বড়াই করো, গাও বিজ্ঞানের জয়গান!
যখন শুরু হবে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ,
বুঝবে তখন, কত ধানে হয় কত চাল!
আপাততঃ খাচ্ছো ইয়াবা-ফেন্সি! হচ্ছো টাল!
তখন হবে টালমাটাল! কোথায় পাবে ডাল?
খেয়ে খেয়ে হাইব্রীড গরুর মত মোটাতাজা হও!
ধোঁয়ার কুন্ডুলী দেখলে পাশ ফিরে শুয়ে থেকো,
দেখবে, স্বর্গটা একাই এসে দাঁড়িয়েছে পাশে!
আলগোছে উঠে পড়ো, দেখবে কত সুখে আছো!
এক শালা বন রুই, মাথামোটা! বলে চলে গেছে
না ফেরার দেশে! দু’শো কোটি রেখে উড়িয়ে
দিবে বাকি অগনিতদের ফানুসের মত করে!
একি সেই নষ্ট চেতনা বাস্তবায়নের অনুশীলন?
তাই যদি হয়, তোদের দামী দামী বাঙ্কারগুলো
কি পারবে তোদের রক্ষা করতে চিরকাল?
ওরে নষ্ট-ভ্রষ্টের উপাসক, আলোর পথ ধর।