ন্যায় নীতি গদে গেছে
মদে দেশ সয়লাব!
বদি ছিলো চ্যামপিয়ন
লিষ্ট করো যতসব।
কোথায় সব কারখানা
কারা তার কারিগর,
কারা সব ফেরিওয়ালা
কারা তার অনুচর?
ভালো যদি চাও দেশে
দিওনা ওদের ছাড়,
ওরা ভূমির অভিশাপ
করে দাও ছারখার।
করিও না হেলাফেলা
বিচার করো তার,
নইলে আসবে গজব
দেখবে অন্ধকার!
আগামী প্রজন্ম যেন
থাকে নেশা মুক্ত;
গড়বে সোনার দেশ
হয়ে স্বদেশভক্ত।