সত্য হাঁটে আলোর পথে
মিথ্যা পালায় জঙ্গলে,
ওরাই মানুষ হাসেন যারা
জগতবাসীর মঙ্গলে।
আঁধারঘরে বাস করে যে
নরাধম বলে নিন্দিত!
দেশদশের চায় যে ক্ষতি
পাপাত্মা বলে চিহ্নিত!
পর্ণ তারকার বিনষ্ট দেহ
গুরু করে খুব কদর!
সভ্যতার এ বিবস্ত্র শরীর
পাচ্ছে ভীষণ আদর!
এমনি করেই বাঁদর-ভন্ড
শোভনকে দেয় দন্ড!