মহাপরাক্রমশালী বিশ্বস্রষ্টা তাঁর সুপার কম্পিউটারে
সুপার সফটওয়্যার বিন্যাস করে উপভোগ করছেন
রহস্যের আদ্যোপান্ত-উপভোগ করছেন অবলীলায়।
কে আছে তাঁর সমতুল্য, যে করবে তাঁর গতিরোধ?
তাঁর উত্থান নিয়ে প্রশ্ন তুলে যারা হৈ চৈ করে, তারা
ব্যস্ত থাকবে অনাদীকাল নিজের মাঝে মেকি দম্ভে!
আর রচনা করে যাবে নানান মস্ত্র রঙ্গমঞ্চ সাজাতে!
তারা বিশ্বাস করে না পরকাল! ভাবে, ক্ষমতা যার-
তারাই শাসন করবে এই জমিন, নিজের মত করে।
ব্যতিক্রম মানে না! স্বৈরাচার হয় অস্মিতা বাঁচাতে!
তাদের ধোঁকা দেয় শয়তান! দৃশ্যমান হবে দাজ্জাল-
ইয়াজুজ-মাজুজ! অপশক্তি লুপ্ত হবে স্রষ্টার ইচ্ছায়।
সৃষ্টির পর্বগুলো হয় তো এমন; মহান স্রষ্টার উত্থান;
অতঃপর মহাবিস্ফোরণ! শুরু হয় বিশ্বের অগ্রযাত্রা!
পরিশেষে ধ্বংসযজ্ঞ-বিলুপ্তকরণ, একাল হবে শেষ!
ততক্ষণ গতিময় রইবে সুপার সফটওয়্যার বিশ্বময়।
তবু, হস্তক্ষেপ করার শক্তি তাঁর ইচ্ছাধীন-অধিকার।
আরো কিছু চাইলেই করবেন প্রয়োগ, “হও” বলে।
চূড়ান্ত পর্বে হবে বিনিময় প্রাপ্তি; মেয়াদ-অনন্তকাল।
তখনই বোধগম্য হবে আল্লাহ'র বিধানের কত দাম।