সৃষ্টির সৌন্দর্যই স্রষ্টাকে করেছে অনুপম-মহান।
অথচ আমাদের হীনমন্যতা-এতোটাই প্রকট যে.
উল্টো তাঁর শ্রেষ্ঠত্বকেই করি, অকারণ প্রশ্নবিদ্ধ!
আমরা শুধু অকৃতজ্ঞই নই, ঔদ্ধত্বেও নিকৃষ্টতম!
তাঁর মহিমার সুযোগ পেয়ে করি! তুচ্ছতাচ্ছিল্য!
হই না তাঁর প্রতি সশ্রদ্ধ-ভদ্র! হয়ে উঠি দাম্ভিক!
করে যাই প্রায়শ সীমালঙ্ঘন! হয়ে যাই অবাধ্য!
কৃতজ্ঞচিত্তে করি না গ্রহণ, তাঁর অশেষ-অনুদান।
আমরা ক্ষুব্ধ হই অমিত্রের প্রতি, নিত্যনৈমিত্তিক!
ক্ষমতার দম্ভে করি নির্যাতন-দেই কষ্ট অহেতুক!
বদনাম দিয়ে করি লাঞ্ছিত-শাস্তি দেই শারীরিক!
অহঙ্কারী হয়ে ছাড়ি হুঙ্কার, কর্ম করি অমানবিক!
অথচ তিনি করেন না কখনো বিন্দুমাত্র অবিচার;
বরং রুখে দেন স্বেচ্ছাচারী শাসকদের অত্যাচার।