কত বিজ্ঞানী-কত ম্যাজিশিয়ান!
নাস্তিক্যবাদীসহ বহুৎ বেঈমান!
ম্যালা কিছু পারে তারা! পারে না
শুধু রুখে দিতে, মৃত্যুর ফরমান!

বয়স বাড়লেই কেন বাড়ে রোগ?
সারা দেহে চলছেই-ব্যথার যোগ!
ডাক্তার-কবিরাজ, হারে বার বার;
তাই শুরু হয়ে যায় মৃত্যুর শোক!

নিজের হাতে গড়া, মধুর সংসার;
ভোগ করা হয় না! হতেই অসার!
ওপার যেতে হয় ছেড়ে বাড়ি ঘর!
কবরে রেখে আসে প্রিয় পরিবার!

তবুও দেখাই কত দম্ভ-অহংকার!
করিনা-আল্লাহ’র শ্রেষ্ঠত্ব স্বীকার!