ওরা তুলে ধরে ঐক্যের বিরুদ্ধে যুক্তি
তারা কি সত্যই চায় মজলুমের মুক্তি?
শক্তিহীনেরা কোথা থেকে পায় শক্তি!
গোপনে কারে কারে করে ওরা ভক্তি?
তবে কি ওরা কারো, নিয়োজিত যন্ত্রী?
হবে বুঝি আগামীতে, কারো বা মন্ত্রী!
সোজা পথে চলে এসো, ছেড়ে ভ্রান্তি-
তখন সবাই পাবো, এক সাথে শান্তি।
এখনো সময় আছে, এসো রাজপথে
ভেদাভেদ ভুলে তাই চলো এক রথে;
হয় তো পালাবে তখন অভিনব ভূতে
অশুভ প্রতিপক্ষ আর পারবে না ছুঁতে।
ভয়ংকর বার্তা আর আসবে না রাতে;
মুক্তির খবর পাবো সোনালি প্রভাতে।