জগদ্দল পাথরের নীচে ভাগ্য চাপা পড়লে
পিশাচ আর ডাইনীরা খামচে ধরে দৈনিক!
চোখে পড়ে নিত্য, খুনের দরিয়ায় বিশ্বকে!
বেশুমার মানুষের লাশে, ছড়ায় শুধু দুর্গন্ধ!
আমাদের দেশটাই নষ্ট নাকি অদৃষ্টই মন্দ!
বুঝি না বলেই হয়তো হারিয়ে ফেলি ছন্দ!
বাড়ে তাই পরস্পরে নানারূপ বিবাদ-দ্বন্দ্ব!
তাতেই নষ্ট হয় অহরহ, স্বাভাবিক আনন্দ।

তবু আশা নিয়ে ছুটে চলি সম্ভাবনার পিছে;
মনটাও ডেকে বলে, দুখের পর সুখ আছে।
তবে ক্ষণ নির্ধারণ করেন, স্রষ্টা নিজ হাতে-
তখনই সুখের ছোঁয়া দেখি, আনন্দে মাতে।
ফিরে আসে ভালোবাসা বিরহী হৃদয়টাতে।
মধুর সময় তখন নাচে কষ্টময় আঙিনাতে।