মহান স্রষ্টার প্রতি শ্রদ্ধারেখে জানাই শুকরিয়া।
তাঁরই ইচ্ছায় পেয়েছি ফিরে আবার স্বাধীনতা।
তবে বিপ্লবের পিছে পিছে হাঁটে অদৃশ্য থেকে
নীরবে-নিঃশব্দে পেত্নীর অপচ্ছায়া প্রতিবিপ্লব!
সতর্ক থেক বিপ্লবী বীর গুছিয়ে নেবার আগে।
মনে রেখ, ওরা সুযোগসন্ধানী-ভয়ংকর খুনী!
এলোমেলো করে দিতে পারে ভয়ানক ছকে!
মুছে ফেলতে অর্জন, করছে গর্জন-অন্তরালে।
অসভ্যতার অতলে ফের হারিয়ে গেলে দেশ!
ব্যর্থ হতে পারে-আহরণ! নষ্ট হবে পরিবেশ!
আশা যদি মুছে যায়! দুঃখ বাড়বে নিত্যদিন,
মনের মাঝে কষ্ট বাড়লে হবে সবই অর্থহীন!
আগামী যদি চক্রীদের হাতে বলিরপাঁঠা হয়!
তবে, মানবতাবিরোধীরই হবে নিরঙ্কুশ জয!