ফুটানীর ডিব্বা তো ডুবে গেছে অথৈ জলে
আর কত দেখাবি দম্ভ-অপ্রি় গাছের ডালে!
লাগে না আর হাওয়া তোদের ছেঁড়া পালে
জুটবে নারে চোর-ডাকাতও তোদের দলে!
অমরত্মের স্বপ্ন নিয়ে, নেমেছিলি ময়দানে;
সোনার স্বর্গ গড়েছিলি পড়শীর শর্ত মেনে!
অথচ, ফুটানীর ডিব্বাটা জোটে না সহজে!
হতে হবে পার্থিব চেতনার-অতন্দ্র সৈনিক!
দখলে নিতে হবে, খাস সেই মিনার চত্বর!
বেদীমূল ভেবে বিছাতে হবে, দুর্ঘট আসন!
সেইদিন পাবে তুমি-আঁতেল নামের সনদ;
বেড়ে যাবে দায়িত্ব তোমার মাঠ-ময়দানে।

সিঁদুরে মেঘের, এক চিমটি রঁজকের সাথে
একমুঠি চিতার ভস্মরে মিশিয়ে নিতে হবে
সেসাথে দিতে হবে মোল্লার ক'ফোঁটা খুন!
বানাতে হবে-অমরত্মের কালজয়ী নির্যাস!
তারপর যেতে হবে পশ্চিমের বিবস্ত্র হাটে!
পেতে হবে মুক্তমিস্ত্রির মোহনীয় সুপারিশ;
পথনির্দেশ নিয়ে যেতে হবে গহন অরণ্যে!
দেখা পাবে, অভুতপূর্ব বিশেষ নির্জনবাসে-
এক কিম্ভূতকিমাকার প্রাণী ব্যাফোমেটের!
মাথা নত করে বিসর্জন দিতে হবে-আত্মা!
তখন পাবে তুমি স্বর্গজয়ী-ফুটানীর ডিব্বা!
যা দ্বারা পাওয়া যাবে বারুদ বিক্রীর ক্রম!
জ্বালাতে হবে বিশ্বময়, সভ্যতা নাশী অগ্নি!
ব্যাফোমেটরাজ্য প্রতিষ্ঠার তুমি হবে মিস্ত্রী!
অথচ, তুমি নিজের-অজান্তেই হয়ে গেলে-
আখেরি জামানার নব জঘন্য ফেতনাবাজ!