অমিত্র বেষ্টিত সমরাঙ্গনে তুমি-আমি নির্বিকার!
অথচ-ওরা সমরসজ্জায় ভেংচি কাটে বারংবার!
আক্ষেপে ওরা, জ্বলেপুড়ে মরে অসূয়ায় উদ্ধত!
বিনাশ পণে খঞ্জর হাতে ধেয়ে-আসে-অসংযত!
অথচ, অসন্ধিত হয়ে দ্বন্দ্বে লিপ্ত আছি বিপরীতে
নেই-আয়োজন! ভাবি না প্রয়োজন-প্রচণ্ডতাতে!
এখনও বিলাসীর মত মেতে রয়েছ জলসাঘরে;
দিতে হবে এই ভুলের মাশুল! বিপর্যয়ের পরে!
যাবে-অসংখ্য প্রাণ অসহায়দের মত সদলবলে!
তখন পড়বে মনে, ভূমিহীনের মত হাঘরে হলে!
সময় হয়নি শেষ-বিভেদ ছেড়ে গড়ো প্রতিরোধ;
জাগুক সুবোধ-ওরা নিবে পরাজয়ের প্রতিশোধ!
রাজা হবার প্রতিযোগিতা ছাড়, রক্ষা করো দেশ
তবেই-ইতিহাস শ্রদ্ধায় মানবে তোমার বীরবেশ।