জুলুমের মাত্রা যখন সীমা ছেড়ে যায়,
বিচারের বাণী যখন দ্বারে দ্বারে মাথা কুটে মরে!
তখনই কিছু কিছু কথা-কিছু কিছু কবিতা
কিছু কিছু গানের কলি, সময়ের প্রয়োজনে
বার বার ফিরে আসে ইতিহাসের বাঁকে বাঁকে,
যদিও পাবে না খুঁজে কোন উপন্যাসে-
কিংবা কোন ধর্মগ্রন্থে! লিখে যাননি কোন নেতা;
তবে, কবি সলিল চৌধুরী লিখে গেছেন-
”বিচরপতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।”