ঘরে ঘরে চলছে ঈদের উৎসব!
ফিরনী-পায়েস-কোর্মা-পোলাও
সেইসাথে আছে কোকাকোলাও
চলছে কোরবানী, মহাখুশি রব!

বাড়ি থেকে বাড়ি, ছুটছে নিঃস্ব!
তাকিয়ে দেখছে, ইসলামী বিশ্ব!
আহা! কি শান্তি-নান্দনিক দৃশ্য!
ওরা অবিশুদ্ধ! অভিশপ্তের ‍শিষ্য!

নগ্ন শিশুরা ছোটে গোস্তের জন্য
পায়নি নতুন জামা-বড়ই দৈন্য!
অথচ এলিটদের সন্তানরা ভিন্ন!
সাজানো রয়েছে অগনিত পণ্য!

গরীবের হক! বোঝে না স্বজন!
নিজেকেই নিয়ে ওদের ব্যস্ততা!
ইসলাম উত্তম, অনুপম ব্যবস্থা;
তাই তারে বড় বেশি প্রয়োজন।