বারবার বলি-তারপর বলি
শুনো ভাই জনগণ,
সত্য ফেলে মিথ্যা চাইলে
পস্তাবে আজীবন!
মরণ কারো শত্রু তো নয়
হই যদি সত্যবাদী,
ওকাল ভুলে করলে জুলুম
সুখী হবে প্রতিবাদী।
উঠোরে জেগে মুমিনভাই
হবে নারে সর্বনাশ,
অস্মিতা করে চলে গেলে
তুমিই হবে হতাশ!
আজাব যখন ধরবে কষে
কেউ রবে না মুক্ত,
অপরাধে যদি ডুবে ভূমি
ঝরবে সবার রক্ত!