আঁকাবাঁকা পথ ধরে আসে কত টাকা!
তাই দেখে মহাখুশি বাবা-মামা-কাকা!
আসছে-আসুক-আসতে দেরে খোকা;
মনের সুখে চালারে সাধের চার চাকা।
যা খুশি বলুক ওরা, বুদ্ধি রাখিস পাকা,
অর্থ ছাড়া নির্গুণ, রাজধানী এই ঢাকা।
আদার বেপারি হয়ে খাবি কত ধোঁকা?
জাহাজ খরিদ করে, মজা করে হাঁকা।
নিন্দুকে বলেই থাকে বুলি যত ফাঁকা;
স্বৈর হতে হবে, থাকিস না রে বোকা।
কেউ যেন না বোঝে বুদ্ধু তুই ন্যাকা!
তবেই কিন্তু দেবেরে ইচ্ছেমত ছেঁকা!
তোর সাথে আছি রে, নস কিন্তু একা
কলিজার ভেতর, ভরে রাখিস টেকা!