কি খেল খেলেছে মদন! চমেৎকার!
জটিল হিসেব বোঝে সে কি বাহার!
যে না খেলে! করে ফের, পলিটিক্স!
কই থেকে কি আনে বুঝে খুব ট্টিক্স!
ভাত পায়না পিঠে খায় করে মৌজ!
তার চাইতে কর্, রাজনীতির খোঁজ!
কি যে খেলোয়ার! ভাব ষোল আনা!
তেলবাজি ভাল পারে, আর কিছুনা!
হিরোকে তারা ভিলেন বানাতে চায়!
হিরো কারে কয়, সেও বুঝিয়ে দেয়।
আহারে পাহাড়ে ওঠার কি যে সাধ!
পিছলে পড়লেরে, খাদে বসে কাঁদ!
হাতুড়ি-বাটালে কাটা যায়না পাথর-
শেষমেশ পচে গেলি, উঠেছে শোর!