অভাব আছে সত্য, তবে বিনোদনে ঠাসা!
কেউ করে সোনা চুরি, কেউ খেলে পাশা!
নাটক-সিনেমা-সার্কাস, দেখব কত আর!
ভোঁতা হয়েছে কলম আজ নেই তার ধার!
রাবনের থাবা এড়িয়ে যায় না চলা মোটে-
তবু, প্রকাশ হয়! গোপন কথা হাটে-মাঠে!
সম্মানের দাম কত! হায়, বোঝে কয়জনা;
চায়ের দোকানে চলে দিনরাত আলোচনা!
যাদের আছে দায়ভার তারা মরে হাতড়ে!
দেখে শুনে বলে তারা দিন না কি রাতরে!
কেউ বলে চারিদিকে, ভরে গেছে গুজবে!
দিও না দিও না কান, নতুন রূপে সাজবে;
কেউ বলে খেলা হবে-মিলবে ঢের আনন্দ-
ফাঁকা মাঠে দিলে গোল ফিরে পাবে ছন্দ!