মাতৃগর্ভ থেকে, জগতের আলোয় এসে
কান্নার মধ্য দিয়ে শুরু হয় মানবজীবন!
প্রতিদিন বাড়ে দেহ, বাড়ে মেধা তেমন।
হাঁটি হাঁটি পা পা করে, চলে সে কেমন!
চিন্তা তখনো তারে করেনা স্পর্শ মোটে
যেদিকে মন চায়-নগ্ন গায়ে-পায়ে ছুটে!
মায়ের কাছেই তার যত কথা-নিবেদন;
এর নামই শৈশব, সকলের পায় যতন।
এরপরে আসে কৈশোর-বড় দুরন্ত মন!
সবুজ মনের মাঝে জন্মে! নতুন চেতন;
কাদা-জলে হৈ চৈ-ব্যথায় করে রোদন!
বিজয়ে উল্লাস করে, নিয়ে স্বীয় কেতন।
আসে তারুণ্য! হৃদ পায় স্বপ্নের ভুবন!
প্রেম-প্রেম খেলায়-হৃদয়ে উঠে কাঁপন!
সিঁড়ি বেয়ে কাছে আসে, রঙিন যৌবন;
সুখ নীড় গড়ে, শুরু করে যুগল জীবন।
অতঃপর শুরু হয়, জীবনে ভাটার টান!
দিনে দিনে ধূমময়! হতে থাকে সুঘ্রাণ!
জীর্ণতা খামচে ধরে! বিবর্ণ করে প্রাণ!
নিস্তেজ থেকে নিথর হয় দেহ-নিষ্প্রাণ।
কেউ কেউ দেহটা, জ্বালিয়ে ছাই করে!
কেউ বা যত্ন করে রাখে তাঁকে গোড়ে!
এভাবেই একদিন হারায় মানব জীবন!
মনের মণিকোঠায় রাখে, সব প্রিয়জন।