স্ববিরোধী চেতনা লালনকারী শাসকদের কারণে
দেশের জনগণ রাজাদের কাছে প্রজা হয়ে যান!
রাজারা খাজা খায় আর মানুষকে রূপকথার গল্প
শুনিয়ে বাগে রাখতে নানান রঙিন স্বপ্ন দেখায়!
আর আমরা তাদের কাশি না বুঝেই ভালোবাসি!
তাই, দরদের দিলগুলো দিয়ে দেই কাছে আসি!
অথচ, তেনারা স্বভাবসুলভ ছিনিয়ে নেয় বিশাস!
সেই বেদনায় কারো কারো লুপ্ত হয়ে যায় প্রশ্বাস!

লাগাতার বার বার প্রতারণার শিকার হতে হতে
কখনো কখনো হুঁশ হারিয়ে সব নেতিয়ে পড়ে!
তবে, মাঝে মধ্যে কালোমেঘে ছেয়ে যায় আকাশ!
ওরা ঘুরে দাঁড়িয়ে রাজবাড়ির চাবিও কেড়ে নেন!
কিন্তু, ঘটতে থাকে পুরোনো খেলারই পুনরাবৃত্তি!
হায় কি বিস্ময়! জমিনে খাদহীনদের বড় অভাব!
বিশ্বাসঘাতকদের তরে থাকছে না জমিন নিরাপদ!
তাই, ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সবার ভবিষ্যৎ!