বড় খেলাড়ীর প্রাণ ওষ্ঠাগত প্রায়!
কলিজা পুড়ে একেবারে ছারখার!
কাউকে করলে বেঘর! হবে জ্বর!
ঔদ্ধত্বের সীমা যদি ছাড়িয়ে যায়!
তবে, এভাবে যমদূত-এসে যায়!
এখন কিন্তু, জীবন-বাঁচানো দায়!
দাবানলের-আগ্রাসনে, সুপ্তি ছাই!
বদলে গেছে, আজ আকশের রং!
মোচড়ে যখন-চিরা চ্যাপটা হবার  
উপক্রম! তখনও থামেনা বড়াই!
দেখ-সংশয়ীরাও প্রভুরে ডাকছে!
বিতর্ক চলছে-এ নাকি রহস্যময়।
আগুনের দগদগে জিভ, কি চায়?
এই-আগুনের শেষই বা কোথায়?