আকাশ জুড়ে লেগেছে-অশান্ত মেঘ!
তবে কি হতে পারে বারুদের বদ বৃষ্টি!
আসতেও পারে ধেয়ে, রাবনের ঝাঁক!
বদলে কি যেতে পারে জমিনের সৃষ্টি!

ওহে প্রিয়জন সাবধানে রেখো ঈমান;
করতে চাইবে ওরা ভিন্ন ধরণী নির্মাণ!
মানতে চাইবে না স্রষ্টার শ্রেষ্ঠ সম্মান!
পাপাত্মা করতে চাইবে অতুল প্রমাণ!

বিছিয়ে রাখবে খাস্তা ষড়যন্ত্রের জাল।
জমিন হয়ে যাবে অস্থির! টালমাটাল!
বর্ণিল প্রলোভনে! হারাবে বাঁচার ঢাল!
মেনে নিলে, সাজা পাবে-অনন্তকাল!

শেষ সময়ের এটাই ভয়ঙ্কর পরীক্ষণ!
প্রতারিত হতে হবে করলে অনুসরণ।