চলো ফিরে যাই অতীতের সেই স্থানে
যেখানে খুঁজে পাবো, ভ্রষ্টের ইতিহাস!
প্রথম মানব-নবী, হযরত আদম(আঃ)
এর পুত্র কাবিলই করলো শুরু জুলুম!
হাবিল হয়েছিল তার হাতে প্রথম খুন।
হলো জমিনে শয়তানের-আত্মপ্রকাশ!
সেভাবে চলছে পাপের, অবিরত চাষ!
তখন থেকে নমরুদ-ফেরাউন-সাদ্দাদ
আবু জেহেল-হালাকু বন্য চেঙ্গিসখান!
হিটলার-মুসোলিনিসহ আছে ঢেরজন!
ওরা রেখে গেছে জমিনে পাপীর নাম!
ওরা ছিল, শয়তানের নিকৃষ্ট উপাসক!
ওরা মানতো না! প্রভুর পবিত্র বিধান!
মানতো না কিছুতে-অন্যের-অধিকার!
তুচ্ছতায় করতো আল্লাহকে অস্বীকার!
স্বীকার করতোনা স্বীয়কে স্রষ্টার দাস!
বরং বলতো, পূর্ণ হবে তার অভিলাষ!
ওরা মানতো, নিজেদের মহাপরাক্রম!
ভাবতো নিজেদের নিরঙ্কুশ সার্বভৌম!
তাই তো গড়তো জগতে চাকচিক্যময়
অঢেল নান্দনিক-মনোরম কৃত্রিম স্বর্গ!
ভেবে নিতো স্রষ্টাকে-অপ্রিয়-অভাজন!
অথচ, কেউ নেই তারা আজ দুনিয়াতে
রবেনা-অবশিষ্ট দাজ্জালসহ কিয়ামতে।