বিশ্বস্রষ্টার জমিনে লিপিবদ্ধ হয়ে আছে
অষ্টাদশ সহস্র মাখলুকাতের-ইতিহাস!
সেই তালিকারই শ্রেষ্ঠ প্রজাতি "মানুষ"
যার আছে, মানবকল্যাণে বহু অবদান।
অসংখ্য নবী-পয়গম্বর এসেছেন মর্ত্যে
বিশ্বস্রষ্টার দূত হয়ে, শেখাতে মানুষকে
শিষ্টাচার-তুলে ধরেছেন স্রষ্টার পরিচয়।
শিখিয়েছেন প্রেম-ভালোবাসা পরষ্পর।
শিখিয়ে দিয়ে গিয়েছেন মানবজাতিকে-
ভুল-ভ্রান্তির সংজ্ঞাসহ সমস্ত-অপরাধ!
শিখিয়ে গেছেন, ক্ষমা কারে বলে আর
কেনই বা করতে হয়, কার প্রয়োজনে।
তবে, স্রষ্টা চেয়েছেন মানুষকে বুঝাতে-
প্রভুর সংবিধান অমান্য করলে কি হয়!
মহত্তর! মানুষও হতে পারে নিকৃষ্টতম!
হতে পারে, আল্লাহ‘র-অবাধ্য শয়তান।
যে-অমান্য করে প্রভুর বিধান নিরন্তর!
সেই শয়তানের ডাকে যারা সাড়া দেয়
তারাই হয় শেষে, শয়তানের উপাসক!
শয়তানই পামর বা পিশাচ, নিকৃষ্টতম!
সে করে, মানুষ ও জ্বিনদের-প্রভাবিত!
শেখায় যাদুটোনা! শেখায় খুন করতে!
শিখিয়ে দেয়! কেমন করে মানুষ হয়ে-
মানুষের উপরে করতে হয়, অত্যাচার!
চণবে-