ধরা পড়ে গেছ তুমি পাবে না পালাবার পথ!
বন্ধ হতেও পারে দিনশেষে উদ্ধারকারী রথ!
নিজেকে যতই ভাবো তুমি অপরাজেয় ধূর্ত!
সময়মত হয়ে গেলে অনবধানতাবশত মূর্ত!
কত যে খুঁজেছি তোমায় মর্ত্যের সব কোণে!
তবুও হয়নি সম্মিলন! কখনো তোমার সনে।
সন্নিহিত থেকেও আছো, নেপথ্যে ছদ্মবেশে!
না চিনে এড়িয়ে গেছি, এবার গিয়েছ ফেঁসে!
তাই, অনাগত কোন অনুরূপ মোহনীয় ক্ষণে
দেখা যদি হয়ে যায় হারানো সেই ফুলবনে!
পালাতে দিব না আর যতই কর ছল-চাতুরী,
বন্দী হতে হবে হৃদয়ের মণিকোঠায় মাধুরী।
এ কিন্তু স্বপন নয়-অদম্যভাবে করেছি পণ!
আর কোন ছুট নয় মনে রেখো আসছে ক্ষণ।