উৎসবের আমেজ আর স্বাধীনতার অনুভূতি যখন
অভুক্ত মানুষের উঠোনে এসে দাঁড়ায়, তখন স্বপ্ন
ডেকে বলে, সাবধান! আলেয়ার সাথে মিশো না!
অকস্মাৎ, মার্সিডিজ-বেঞ্জের মূল্যবান চাকা থেকে
ছিটকে এসে শরীর পঙ্কপূর্ণ করে দিয়ে চলে গেল!
গতির ঝাপটায়! দুলে উঠলো মাথা গোঁজার ঠাঁই!
তখনো স্মৃতির পাতা থেকে মুছেনি অর্ঘ্যের চিহ্ন-
রক্তের ঘ্রাণ! তখনো হৃদয়কে করে অবসাদগ্রস্ত!
স্বজন হারানোর বেদনা ঝরে পড়ে চোখের জলে!
মুহূর্তেই চলে যায় ভেঁপু বাজিয়ে রিলিফের গাড়ি!
পাশেই দাঁড়ানো শীর্ণকায় নগ্ন বংশধর কাঁদছিলো
ক্ষুধার তাড়নায়! যেন শুনতে পাচ্ছে মৃত্যুর ডাক!
এ কোন দুঃস্বপ্নের কল্পকাহিনী নয়, বিষন্ন বার্তা!
যার সাথে যায় না লালিত চেতনার সেই মিছিল!