আমাদের বাচ্চা মেয়ের কাছেও তোমাদের
দেশপ্রেমের সংজ্ঞা শেখার, সময় উপস্থিত!
তারই কাছে হেরেছে তোমাদের রাইফেল!
থেমে গেছে দানবীয় প্রিজন ভ্যানের চাকা!
মনে রেখ-ওরা চলতি শতাব্দীর মুক্তিসেনা
জনতার জিজ্ঞাসা জাতির বিবেকের কাছে!
এরা কারা! যারা গুলি ছোঁড়ে শিশুর বুকে!
আছে কি কোন বৈধতা তার-শাসন করার?

আবারো ঝরেছে দেশে বুলেটের আঘাতে-
অলিগলিসহ পিচঢালা রাজপথে উষ্ণরক্ত!
ওরা, মানুষের নিবাসে জন্ম নেয়া নরাধম!
মানুষের মত হলেও, ওরা পিশাচের ভক্ত!

সভ্যরা বলে, পাখিরে গুলি করাও নিষিদ্ধ!
অথচ, মানুষের সন্তানেরাও হয় গুলিবিদ্ধ!
কারা করবে বিচার-নেই কারো-অধিকার!
শুদ্ধাচার পদক পেলেও! নয় তারা বিশুদ্ধ!


রচনাকাল=০৩/০৮/২৪