শৈশবের খেলার কথা মনে পড়ে গেলো!
এ খেলা সেই খেলা তাই তো মনে হলো;
সে খেলার নামটা ছিল, পার-পার খেলা!
খেলাশেষে মিলে যেতাম বসাতাম মেলা।
হেলাফেলা করে যদি বা কেটে যায় বেলা
হারাবে মূল্যবান ক্ষণ, হয়ে দৈত্যের চেলা
পাপকে দিওনা ঠাঁই, নিভিয়ে দিবে আলো
আঁধারে হারাবে শান্তি-দেখবে সব কালো!
ঝড়-বৃষ্টি-প্লাবন হলে, ঘরে দিতাম প্যালা
নায়ের কাজ সারতাম দিয়ে কলার ভেলা;
সবাই ছিল ভালো মানুষ করতো না ছলা
সবাই দিতাম উৎসবে, সবার গলে মালা।
ছিল না মিথ্যার চল, দিত না চোখে ধূলো-
প্রতারণা করতো না, ঝোলাতো না মুলো।