ব্যর্থজীবনে সার্থকতা খুঁজি বিবর্ণ সময়ে;
যখন রবি ঢলে পড়েছে নীরবে পশ্চিমে!
আজ-আর আশা নেই তবু, মানিনি হার!
যুদ্ধে ছিলাম করেছি পণ করবো সংগ্রাম
কোন কাজেই করিনি ভয়, পেয়েছি জয়!
নৈরাশ্যকে তাড়িয়ে-সাহসে করেছি ভর!
পরাজয়ের কাছে করি নাই আত্মসমর্পণ
লড়েছি, সত্যকে পুঁজি করে সারাজীবন।
গোধূলির আভায় নিজেরে পাই না খুঁজে,
এখন ভাবি-আর বুঝি নেই বাড়তি ক্ষণ!
শেষ ভাল হলো না বুঝি আর অবেলায়!
স্মৃতির পাথার জুড়ে, খুঁজতে থাকি ভুল!
হয়তো বা শেষে মিশে যাব ধূলির সাথে
না রেখে জীবনযুদ্ধে, বিজয়ের ইতিহাস!