হে মহান আল্লাহ্! উত্তম কারিগর!
তোমার সৃষ্ট নিসর্গ ব্যাপ্ত করে মন;
প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিকতায়
রঙ্গপ্রিয় হয়, মানুষের বিষণ্ণ হৃদয়!
এই বিশ্ব তো তোমার তুষ্টির সম্ভার!
তোমার সৃষ্টি উদারতার শিক্ষা দেয়;
এই পবিত্র রমাদান সংযম শেখায়।
তোমার বিধি স্বস্তির বার্তা পৌঁছায়।

তবু কেন তুমি সৃষ্টি করলে পিশাচ!
এই পবিত্র মাসেও-চুক্তি ভঙ্গ করে
মানুষেরই খুনে স্নান করে দৈনিক!
অথচ-সেই হিংস্রতা স্পর্শ করে না
তোমার আরশ; এমন যন্ত্রণাদায়ক
আগ্রাসন কি শুধু পরখের-ইঙ্গিত?