ভোগের দুনিয়ায় সত্য রয়ে যায় আড়ালে!
অথচ সত্য এমনই এক ক্ষমতার জ্যোতি;
এমনই এক আলোকরশ্মি, যার ঘাটতিতে
আঁধারে ডুবে যায়, অশ্লীল জাগতিক বিশ্ব!
সেখানে বাস করে দাম্ভিক-নিন্দিত দৈত্য!
যারা সত্যের ভৃত্যের কাছেও ঘৃণার পাত্র।
ওরা স্বপ্ন দেখে ফানুষের মত উড়ে উড়ে!
গড়ে তুলে মিথ্যার গণ্ডিতে চটকদার স্বর্গ!
অবশেষে ভেসে আসে, অসঙ্গত পরিণতি!
যার ভরে দেবে যায় অমূল দর্শন অতলে!
লুপ্ত হয় ইতিহাসের আস্তাকুড়ে অজানতে!
শেষ হয়, লালিত-কল্পিত অধ্যায় মুহূর্তে!
তবুও চেয়ে থাকি অরণ্যের মাঝে না বুঝে-
ফের ইচ্ছে জাগে, ছলনা করি খল সেজে!