স্বপ্নপুরীর স্বর্ণদ্বারে ভেংচি কাটে
বিশালদেহী দানবের ছাও!
ইচ্ছে হয় মুক্তির অনুভূতি নিয়ে
মুক্ত বাতাসে বাড়াই পাও!

কিন্তু, কি দুর্ভাগা আমার জ্ঞাতি!
হুমকির মুখে হই বিভ্রান্ত!
গর্জন শুনে বর্জন করি অভিমত
ক্লিষ্টদের মত হই বিস্রস্ত!

শিয়রে দাঁড়িয়ে নারকী বিভীষণ
দম্ভ দেখে তার হই ক্লান্ত!
দম সবারই হতে হতে বাধাগ্রস্ত
ভেবে বসি হবো দেহান্ত!

শত্রুর মতই নিগ্রহ করে অহরহ
ভুলে যাই শান্তির সংজ্ঞা,
স্বদেশে বাস করি প্রবাসীর মত
ডরে ছন্দহীন হয় জঙ্ঘা!

হৃদমাঝে-উঁকি মারে শান্তিনীড়
খুঁজে মরি মানবিক দৃষ্টি!
হায়! কি হতভাগা জাতি ভূমির
এ যেন উদ্ভট অনাসৃষ্টি!