ক্ষয়প্রাপ্ত! মানুষের লক্ষহীন যাত্রাপথ!
ওদের মুক্তির যেন স্বপ্ন থাকতে নেই!
অহেতুক হয়ে যায়-ষড়যন্ত্রের শিকার!
অপবাদের বোঝার ভারে শ্রান্ত সর্বদা!
বঞ্চনা আর আগ্রাসনে! ওরা সর্বস্বান্ত!
অশান্তির কালো পথ মাড়িয়ে মাড়িয়ে
বিধ্বস্ত হতে হতে ভুলে যায় জীববর্গ!
তবু, থাকতে চায়, বিশুদ্ধ পন্থায় সিদ্ধ;
অহিংসা-মানবতা ছুঁয়ে যায় হৃদয়মন!
অথচ, কিংকর্তব্যবিমূঢ়ের মত-অক্ষম!
যেন, কোন কিছুই ঘটে নাই উপকন্ঠে!
সত্যকে-আঁকড়ে ধরতে, বড় কষ্ট হয়!
তবু খুব শক্ত করে! ধরে রাখতে চায়!
যদিও ঝুঁকি এসে বিদ্ধ করে বার বার!