হৃদয়ের সাথে দেহের দ্বন্দ্ব বহু দিন;
কলহ মিটে যাবার সম্ভাবনাও ক্ষীণ!
শুনতে চায় না শরীর, হৃদয়ের কথা
তাইতো হৃদয় পায় বড় বেশি ব্যথা;
দুইয়ের মিল হলে লাগে বড় ভালো
বুঝতে চায়না ওরা দুঃখ খুব কালো,
এক সাথে চলা গেলে, দেহ হয় দৃঢ়-
সর্বদা এমন হলে হ’ত নারে জিরো!
দেহ-মননের কথা! বলবো কি ভাই,
এই ভাল এই মন্দ! কেহ বুঝি নাই;
নির্জনে ভাবছি বসে না মেনে আইন
দিতে হবে বাকি দিবস-ঢের ফাইন!
জগতটা কিছু নারে-স্বপ্নও সত্য নয়,
ওপারে মুক্তি পেলে! তাহলেই জয়।