অস্তিত্ব যখন অশ্রাব্য রাজনীতির ঘোরপ্যাঁচে হতোদ্যম!
জনতা বুঝে না, কে কোথায় পেঁচ লাগায়, কারা অধম!
কার ভুলে-সমাজ পচে! কে করে দেশ-দশের সর্বনাশ!
নেতৃত্বের ধনতৃষ্ণা! জনতাকে বানিয়ে দেয় শত্রুর দাস!
রাজার পর রাজা আসে! বদলায় না-আমার প্রিয় দেশ!
অথচ, জীবনদাতা শহীদদের জননীগণ কেঁদে হন শেষ!
স্ববিরোধী চেতনাধারী শাসক শোষকের পাপের কারণে
হতজ্ঞান জনসাধারণ রাজাদের কাছে প্রজা হন জমিনে!
রাজাসা'ব খাজা খেয়ে মানুষকে রূপকথার গল্প শুনায়!
আর বাগে-আনতে নানা টোপ দিয়ে রঙিন স্বপ্ন দেখায়!
এভাবে, নিরন্তর প্রতারিত হতে হতে যখন ধৈর্য হারায়!
তখন, ঘুরে দাঁড়িয়ে রাজঘরের চাবির গুচ্ছ কেড়ে নেয়!
সূত্রপাত হয় আবার সেই পুরাতন খেলারই পুনরাবর্তন!
বাহ্ কি চমৎকার! প্রমাণিত হয় খাদহীনের বড় অনটন!