অবক্ষয়ের অতল থেকে আভাস মিলে-
হয়তো নৈতিকতার হবে অপূর্ব উত্থান!
যদি দেথ বিধ্বস্ত জনপদে শবমিছিল!
যদি পাও প্রায়শ সর্বত্র বারুদের ঘ্রাণ!
বুঝবে, পাণ্ডুর জনপদে জেগেছে প্রাণ!
যা ছিল স্বপ্নহীন! বর্তমান জবানমুখর;
উদিত সূর্যালোকে কালিমা হবে ভোর,
মিত্রের আগমনে খুলে দিও বন্ধ দোর।
মিথ্যে হবে ম্লাণ, সত্য ছড়াবে অবদান
জালিমের তরফে জুলুম হবে অবসান,
ধুয়ে-মুছে পবিত্র করো, কলঙ্কিত স্থান;
আবাসযোগ্য করে নিও, দমিত উঠান।
রাখিও যত্নে যেন হয় না আর নিষ্পেষ,
ভুলো না, আমার মাতৃভূমি বাংলাদেশ।