এমন মৃত্যুর বুকে
আমি মাথা পেতে দেব বারবার,
এমন বুলেটের মুখে
আমি বুক পেতে দেব বার বার।

এমন মিছিলের কাছে আমি ছুটে ছুটে যাবো হাজার বার,
এমন উদ্যমের কাছে আমি
গগন বিদারী শ্লোগানে মুখরিত হবো লক্ষ বার।
এমন রক্তাক্ত রাজপথে
আমি ক্ষত বিক্ষত হবো বার বার।

তুমি ভাবতে পারোনি বোধহয়!
তোমার স্পর্ধা আমাকে স্নিগ্ধ করেনি কোনদিন,
তোমার ঔদ্ধত্য আমাকে কৃতদাস করতে পারেনি কোনদিন,
তোমার শৃঙ্খল আমাকে বন্দী করতে পারেনি কোনদিন।
বরং আমাকে করেছে দুর্ভেদ্য, আমাকে করেছে দুর্বার, আমাকে করেছে অপ্রতিরোধ্য।

আমি বার বার, বার বার পদাঘাতে কাঁপাবো তোমার রাজপথ,
কাঁপাবো তোমার মসনদ,
উপড়ে নেব তোমার রক্তচক্ষু,
ভেঙ্গে চুরমার করে দেব তোমার দুর্ভেদ্য দুর্গ,
ছিন্ন ভিন্ন করে দেব তোমার অস্তিত্ব, তোমার রক্তপিপাসু কালো হাত।
পুড়ে ছারখার করে দেব তোমার দম্ভ, তোমার স্পর্ধা।
থেতলে দেব তোমার বিকৃত মস্তিষ্ক।
তোমার নগ্ন বুকে চড়ে বসে
হ্যাঁচকা টানে ছিঁড়ে আনবো তোমার
রক্ত লালায় ঝুলে পড়া লাল টকটকে লালায়িত জিভ।
টেনে হিঁচ্‌ড়ে তোমায় নিক্ষেপ করবো আস্তাবলের ক্ষুধার্ত কুকুরের কাছে।

তারপর আমি,
জমকালো মেঘ বিদীর্ণ করে নতুন সূর্য ছিনিয়ে আনবো বারবার।
ছিনিয়ে আনবো একটি শিশুর সুনিশ্চিত ভবিষ্যৎ,
দু মুঠো ভাত,
দু দণ্ড আশ্রয়,
ছিনিয়ে আনবো মীর মুগ্ধের কন্ঠস্বরের মন্ত্র মুগ্ধ বানী,
পানি লাগবে কারো? পানি?
ছিনিয়ে আনবো তৃষ্ণার জল।
ছিনিয়ে আনবো আবু সাইদের বুক ভরা স্বপ্ন,
ছিনিয়ে আনবো গণ মানুষের নাগরিক অধিকার,
ছিনিয়ে আনবো কোটি বাঙ্গালীর বুক ভরা স্বপ্নের ব্যাকুল স্বাধীনতা।

কলমে : স্যামুয়েল রনো
তারিখ : জুলাই ৩১, ২০২৪